Ganesh Bhattacharya

বৃষ্টি
গণেশ ভট্টাচার্য

তুমি ভিজছ
আমি বৃষ্টি হয়ে মিশে যাব তোমার হৃদয়ে ।

হাজার শব্দের ভিড়ে হারিয়ে যাচ্ছে এই পথ
বাজার- ভর্তি এত মানুষ
তাঁদের সবার চোখে
জিনিসের দাম নিয়ে কত কৌতূহল
আমি কৌতূহল হয়ে থেকে যাব তোমার হৃদয়ে ।

গোপনে বাড়ছে আতঙ্কের গাছ
অক্সিজেন না দিয়ে
হয়তো একদিন তারা ছড়াবে
কার্বন ডাই অক্সাইড …
আমি অক্সিজেন হয়ে থেকে যাব তোমার হৃদয়ে ।

তখনও বৃষ্টির গান
ভেজা রাত
যুদ্ধের ব্যস্ততা , শিশুর কান্না
পৃথিবীতে
দিকচক্রবালে …

৩৩ বি , বড়িশা পূর্বপাড়া
পোঃ – ঠাকুরপুকুর
কলকাতা – ৭০০০৬৩

Leave a Reply