Ganesh Bhattacharya

 Ganesh Bhattacharya

সুর
গণেশ ভট্টাচার্য

একটি ছোট পাখি
আমাকে যেন বলল হেসে
” বৃষ্টি হবে নাকি ! “

ঠিক তখনই দূরে
টাপুর টুপুর বৃষ্টি আসে
মেঘের ভেলা চড়ে ।

সেই পাখিটির ডানা
ভিজল কি ভিজল না
ভরল আকাশ পুজোর গানে
বৃষ্টিমাখা সুরে ।

গণেশ ভট্টাচার্য
৩৩ বি , বড়িশা পূর্বপাড়া
পোঃ – ঠাকুরপুকুর
কলকাতা – ৭০০০৬৩
মোবাইল – ৯৪৩২৩৬৭৯৮৫

Leave a Reply