Halima Parvin

অসময়ের বৃষ্টি
হালিমা বিনতে খালেক

ভাদ্র,আশ্বিন মাসে আষাঢ়ে বৃষ্টি
কাদামাখা পথঘাট জনদুর্ভোগ সৃষ্টি,
আকাশ টা ঢাকা পরে ঘন কালো মেঘেতে
সূর্যের দেখা নেই রোদ গেল কোথা যে ;

শরতের নীল আকাশ, যায়না তো দেখা,
সাদা মেঘ ঢেকে দেয় কালোমেঘের রেখা।
উঁকি দেয় আকাশে নদী তীরে কাশবন
বাতাস বহে তাতে করে শুধু শনশন।

সারাদিন ঝরছে ঝর ঝর দেয়া,
হয়তো ফুটেছে বনে বড় বড় কেয়া।
বাতাসে দুল খায় ভেজা ভেজা কাশফুল
কচি ধানের চারা বাতাসে খায় দুল।

নদীর তীরে বসেছে কাশফুলের মেলা,
শিউলি ফোটে গন্ধ ছড়ায় রাতের বেলা।
স্নিগ্ধ সুভাস ছড়ে সদ্য ফোটা কদমের,
মৌ মৌ গন্ধ গাছ পাকা তালের।

টুপ টাপ বৃষ্টি তুলে মহা ছন্দ,
বৃষ্টি স্নানে গেলে লাগে না তো মন্দ।
দক্ষিণা বাতায়নে বসে ভাবি ক্ষনে
অসময়ের বৃষ্টি সাড়া জাগায় মনে।।।

Leave a Reply