
চ্যালেঞ্জ
হামিদুল ইসলাম।
‘ সোমা !
তোমার আসার কথা ছিলো
তুমি আসলে না
তোমার সাথে আজ অনেক কথা ছিলো
হলো না ।। ‘
‘ সব ক্ষোভ অভিমান চাপা দিলাম
বুকের ভেতর
বুকটা খাঁ খাঁ করছে
ডানা ঝাপটাচ্ছে পাখি
শুকিয়ে উঠছে মরু
জল নেই
সোমা ! এ দুঃখ তোমাকে বোঝাবো কি করে ? ‘
‘ ফিরে যাচ্ছি
রাস্তার দুপাশে কৃষ্ণচূড়া
লাল। সিঁদুর
মনে হচ্ছে তোমার দুচোখ লাল
লাল লিপস্টিক
তোমার শাড়ির ভাঁজে লাল রঙ
ঋতুমতী তুমি। ফোটা গোলাপ ।। ‘
‘ সূর্য ঢলে পড়েছে
পাখিরা ফিরছে নীড়ে
ক্লান্ত পরিযায়ী শ্রমিক
ওদের ঘামে নুন। সোঁদা গন্ধ ।। ‘
‘ আমার ভালোবাসা ডানা মেলছে
হাওয়ায় আকাশ বেলুন
গুচ্ছ কবিতা
উতলা মন। তোমাকে পেতে চাই
সোমা ! অনেকদিন তোমাকে দেখি নি
সত্যি বলছি ।। ‘
‘ ইউ আর সো লেট
তোমার কথায় ইকির মিকির
ভেজা ভেজা ঠোঁট
ভেজা ভেজা চোখ
সেই চোখে আমি হারিয়ে যাই রোজ ।। ‘
‘ মোবাইল পকেটে ধাক্কা দিচ্ছে
সুইচ অন করলাম ‘
সোমার কণ্ঠ ‘ সাতবার এ্যাভয়েড করেছি
আর পারলাম না
ছেলে আমার বড়ি
সঙ্গে এক ডজন লোক
ওরা আমাকে দেখতে এসেছে
পছন্দ হলেই কেল্লা ফতে ।। ‘
‘ আমার বুকের মধ্যে হাহাকার
শ্বাস আটকে যাচ্ছে
কথা বলতে পারছি না
অন্ধকার দেখছি
পৃথিবী অন্ধকার হয়ে আসছে
আমি কিছুই দেখতে পাচ্ছি না ।। ‘
সোমার কণ্ঠ ভেজা
চাপা আর্তনাদ
‘ আজ এ্যাভয়েড করতে পারবে না ? ‘
‘ না ‘
‘ তাহলে বিয়ে করো
সুখী হও
আশির্বাদ রইলো । ‘
কাঁদছে সোমা
‘ কাঁদছো কেনো ? ‘
‘ পারবো না
আমি এভাবে বাঁচতে পারবো না। ‘
‘ কি করবে ? ‘
‘ পালাবো। ‘
‘ কোথায় ? ‘
‘ তোমার কাছে। ‘
‘ থানা হবে
পুলিশ হবে
কোর্ট কাছারি হবে ‘
‘ হোক।’
রাত দুটোয় সোমা এসে হাজির
‘ চলে আসলাম। ‘
‘ চুপ করে ? ‘
‘ হ্যাঁ। উপায় ছিলো না
ওরা আমাকে পছন্দ করেছে
আগামী সপ্তাহে বিয়ে
চ্যালেঞ্জ !
ওদের চ্যালেঞ্জে ঝামা ঘুঁষে দিলাম। ‘
ভোরবেলা এক ভ্যান পুলিশ
‘ তোমাদের থানায় যেতে হবে। ‘
‘ কেনো ? ‘
‘ আই.সি. তলব করেছেন। ‘
‘ ঠিক আছে। ‘
আমরা গাড়িতে উঠলাম।
থানায় লোকে লোকারণ্য
আই.সি. বললেন, ‘ বয়েসের প্রমাণ পত্র দাও । ‘
আমরা সার্টিফিকেট দেখালাম
আই. সি. বললেন ‘ ও কে। ইউ মে গো ।
তবে সংসার করতে গেলে চ্যালেঞ্জ দরকার
চ্যালেঞ্জ রাখো মনে। ‘
‘ ইয়েস। ইয়েস। ‘
হেরে গেলো ওরা সবাই
হেরে গেলো ও গ্রামের সব লোকজন
আমরা বাড়ির পথে
হাসতে হাসতে সোমা বললো, ‘ এর নাম প্রেম
এর নাম ভালোবাসা
ভালোবাসায় চ্যালেঞ্জ রাখতে হয়
জীবন মানে চ্যালেঞ্জ
ভালোবাসা মানে চ্যালেঞ্জ
সংসার মানে চ্যালেঞ্জ
আমরা দুজনে কবিতা
গুচ্ছ কবিতা
আমরা দুজনে এক একটি চ্যালেঞ্জ ।। ‘
গ্রাঃ+পোঃ=কুমারগঞ্জ। জেঃ=দক্ষিণ দিনাজপুর।