
শরতে এসো বন্ধু
জাহাঙ্গীর চৌধুরী
শরৎকালে এসো বন্ধু
আমার সোনার গাঁয়।
নদীর পাড়ে দেখবে তুমি
কাশফুল দোলে বায়।
নৌকা চলে পালে পালে
মাঝিরা গায় গান।
পদ্ম শাপলার দৃশ্য দেখে
জুড়ায় সবার প্রাণ।
আকাশজুড়ে মেঘের ভেলা
বানায় খেলাঘর।
শিশির আসে বিনা শব্দে
নিত্য সন্ধের পর।
নিশিরাতে থোকায় থোকায়
ফোটে নানান ফুল।
শরৎ ফুলের এতো সুঘ্রাণ
নাই যে কোনো তুল।
নিদ্রা আসে অনায়াসে
লাগলে ফুলের ঘ্রাণ।
জোছনায় ভাসায় সারানিশি
পূর্ণিমার গোল চান।
ঈদগাহ, চট্টগ্রাম।