Jahangir Hossain

কালের অশ্ব
জাহাঙ্গীর চৌধুরী


কালের অশ্ব দ্রব্যমূল্য
টপকে উঠলো শীর্ষে।
আয়ের চেয়ে যে ব্যয় বেশি
অশন কিনবে কিসে ?

তেলের বাজার অগ্নিমূল্য
গায়ে লাগে আগুন।
চালডাল কিনে অবশেষে
করে শুধু গুণগুণ।

বোবা সেজে আছে সবাই
নাচের পুতুল হয়ে
চেয়ার ঘুরায়ে খায় যারা
তারা আছে জয়ে।

অনাহারী মানুষ হাঁটে
উদর চেপে ধরে।
খুধার যুদ্ধ চলছে এখন
আমজনতার ঘরে।

ঈদগাহ, চট্টগ্রাম

Leave a Reply