Jolly-Ghosh

jolly-ghosh (1)

সন্ধ্যামালা


জলি ঘোষ

পশ্চিমে ওই লাল দিগন্তে রবি বিদায় জানায়,
আঁধার ঘনায় হিজল বনে ঘুঘু পাখির ডানায়।
হাওয়ায় দোলে সবুজ গাছের সারি
মেঠো পথে ঝিরি ঝিরি বারি।
সন্ধ্যা নামে বলাকা সব ফেরে ঝাঁকে ঝাঁকে,
চাঁদের আলো উঁকি মারে গাছের ফাঁকে ফাঁকে।

ঠাকুরঘরে রোজ মা সন্ধ্যায় প্রদীপ জ্বালার তরে,
মাথায় সিঁদুর পায়ে আলতা লালপাড় শাড়ি পরে।
ধূপ আর ধুনার গন্ধ ঘরে ঘরে,
মিষ্ট ঘ্রাণে শুদ্ধতায় মন ভরে।
তুলসীতলে গাইছে বৈষ্ণব রাধাকৃষ্ণের প্রেমগান,
কৃষ্ণপ্রেমে মাতোয়ারা গাইছে দিয়ে মনপ্রাণ।

রাতজাগা ওই পাখিদের দল বসে গাছের শাখে,
নিঝুম রাতে চারদিকে রব ঝিঁঝি পোকার ডাকে।
বসে নদীকূলে আপন মনে,
আহা ছন্দ মেলাই নদীর সনে।
শীতল স্নিগ্ধ বইছে বাতাস পাচ্ছি স্বস্তির নিঃস্বাস,
ক্লান্ত মন আজ পাচ্ছে খুঁজে নতুন বাঁচার আশ্বাস।

Leave a Reply