পরাজয়ী মন
জুয়েল ইসলাম
আমি এক পরাজয়ী
তোমার জয় দেখতে দেখতে
কখন যে পরাজয়ী হয়েছি,
তা নিজে ও কখনো বুঝিনি।
হ্যাঁ আমি এক পরাজয়ী!
হাসতে হাসতে পরাজয়
বরণ করেছি আমি।
বলেছিলে কিছু হয়ে গেলে,
কেঁদো না তুমি।
তোমার কথা গুলো বোকার মত
বিশ্বাস করেছিলাম আমি।
আমি ভুলে যাইনি,
সেদিনের কথা গুলো।
সত্যিই আমি কাঁদিনি আজো
শুধু এতটুকু ভেবেছি আমি,
কিভাবে পরাজয়ের শিঁকলে
আমায় বেঁধেছো তুমি?
সত্যিই আমি এক পরাজয়ী।
তোমার মনে পড়ে প্রিয়া!
সেদিনের সেই কথা গুলো
এই তো সেদিন!
খোলা আকাশের নিচে
আমার বুকে মাথা রেখে বলেছিলে,
শত কষ্টের মাঝেও তুমি
আমায় যাবে না ছেড়ে।
সুখে – দুঃখে এক সাথে
রবে চিরকাল।
আরো কত কথাই না বলেছিলে
আমাকে অবাক করে দিয়ে।
আমি শুধু অবাক দৃষ্টিতে
তাকিয়ে ছিলাম তোমার দিকে,
তোমার মাথায় হাত বুলিয়ে বলেছিলাম,
ধূর পাগলী
এতো সাধ্য কার!
কে কেড়ে নিবে
আমার পাগলীকে?
তুমি সত্যিই হারিয়ে গেলে
আমার জীবন থেকে।
জয়ী হল উচ্চ বিলাশিত শতধন
মিথ্যে হয়ে গেল শুধু
সেদিনের কথা গুলো।
পরাজয় মেনে নিতে হল আমায়
হ্যাঁ আমি এক পরাজয়ী!
পরাজয় মেনে নিয়েও
ভালো আছি আমি।
ভালো আছে আমার
পরাজয়ী মন।