আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে
সমাজকে দিতে চাই একটি বার্তা
কেয়া চক্রবর্তী
বেঁচে থাকতে গেলে জীবনে চলার পথে পাবে অনেক বাধা, পথ যতই হোক কাঁটায় ঢাকা,
সমালোচনা ও টিটকারিতে বাঁচতে চাইবে না মন আর,
মনে মনে ভাববে বুঝি মৃত্যুই সহজ পথ,
ধীরে ধীরে মানসিক অবসাদ করবে মনকে গ্রাস,
মনে রেখো ,ডিপ্রেসনে আত্মহত্যা কোনো সমাধানের পথ নয়, এটি হঠকারী সিদ্ধান্ত,
পারলে সেই স্মৃতিগুলোকে হত্যা করুন যা জীবনে অবাঞ্ছিত কষ্টদায়ক, আত্মহত্যা মহাপাপ,
তার চেয়ে স্মৃতি হত্যাই ভালো,
কি লাভ সেইসব স্মৃতি, মানুষকে আঁকড়ে রেখে,
যাদের কাছে আপনার কোনোই মূল্য নেই,
নিজের মতো বাঁচুন, এই পৃথিবী অনেক বড়,
খরস্রোতা নদী যেমন চলার পথে বাঁধন পেলে
আছড়ে পড়ে ভেঙে ফেলে সেই বাঁধন,
আমরা কেন পড়বো পিছনে, কেউ করলো না যখন আপন,
কি লাভ তাদের কাছে বারবার হয়ে অপমানিত,
জীবন তো একটাই, এগিয়ে চলুন, ঠিকই পাবেন
কোনো প্রিয়জনকে,
যার কাছে আপনার মূল্য অনেক,
আর যদি নাই বা পেলেন কাউকে, ক্ষতি তো নেই, নিজের কাজ করুন, নিজের অপূর্ণ ইচ্ছেগুলো করুন পূরণ,
সময় ভুলিয়ে দেয় সকল ক্ষত,
ভরসা রাখুন, আপনি পারবেন আপনার ও অন্যের জীবনকে বদলাতে,
এমন পথে চলুন যাতে জীবনের পরবর্তী অধ্যায়গুলোকে আরো আরো রঙ্গীন ও আনন্দে ভরিয়ে তুলতে পারেন,
এমন অনেক মানুষ আছেন, যাদের একদা অনেকে
ছিল আজ স্বার্থ শেষ তাই ছেড়ে গেছে মাঝপথে,
পারলে সেই কাঁপা কাঁপা হাতগুলোতে একটু রাখুন হাত ,
তাঁরাও পাক ভরসা আপনিও পাবেন বুক ভরা ভালোবাসা ও আশীর্বাদ।।
তাই ভেবে দেখুন না, কি করবেন?
আত্মহত্যা? এর চেয়ে ভালো না আসুন করি স্মৃতিহত্যাই এখন….
©কেয়া চক্রবর্তী®