সম্পর্ক
কলমে : কেয়া চক্রবর্তী
বতর্মানে এটাই হচ্ছে,
সম্পর্ক এখন মনে নয়
কেবল ফোনে আছে বেঁচে,
ফোনই এখন যোগাযোগের মাধ্যম,
আসা যাওয়া সবই শেষ হয়ে গেছে,
এখন নাহয় মহামারী আছে অজুহাত,
মনের থেকে মন তো দূর, বহুদূরে চলে গেছে।।
সম্পর্ক রাখি শুধুই বোতাম টিপে,
আন্তরিকতা গেছে উঠে কবেই,
ফেসবুকে, কিংবা হোয়াটসএ্যপে,
মনের সাথে মনের তার গেছে ছিঁড়ে,
মুখে তো সবাই বলে
ভয় কি আছি তো,
বিপদ এলেই বোঝা যায়,
কোনটি সত্যি আর কোনটা
মেকি প্রতিশ্রুতি,
মন যুগিয়ে চলবেন যতদিন
থাকবে সবাই পাশে ততদিন,
সত্যি কথা মুখ ফুটে
দেখুন না একবার বলে,
কর্পূরের মতোই চারিপাশে
খালি হয়ে যাবে এক নিমেষে,
যদি দেখেন নিমেষেই
খালি হয়ে যাচ্ছে চারিপাশে,
তখন ই বুঝবেন, এতদিন সম্পর্ক নয়
আবর্জনাই আঁকড়ে ছিলেন বেঁচে,
যা স্বার্থ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই
সঙ্গ ছেড়ে চলে গেছে,
সম্পর্ক মোটেও তো নয় এমন,
যেখানে চলতে হবে মাপজোখ করে,
সম্পর্ক হোক তেমনই যার ওপর,
আগেও যে বিশ্বাস ছিল আজও
ততটাই বিশ্বাস রবে,
সময়ের সাথে সাথে যার শুধুই
ঔজ্জ্বল্য বাড়তে থাকবে,
থাকতে আর কজন নেয় খোঁজ,
হারিয়ে গেলেই সবাই খুঁজে মরে,
ভালো থাকুক পৃথিবীর
সকল সম্পর্কগুলো,
যাদের সাথে
অন্তরের টান আছে জুড়ে।।
মন্থন
কলমে : কেয়া চক্রবর্তী
আড়ালে আবডালে খুঁজে পায়
পরনিন্দা পরচর্চায় না জানি কি সুখ,
সামনাসামনি দেখা হলেই মাথা ঝুঁকিয়ে,
বিগলিত চিত্তে প্রশংসায় পঞ্চমুখ।
মানব চরিত্র বড়ই বিচিত্র,
লোকের খুঁত খুঁজেই মজা পায়,
নিজেরা কতটা নিখুঁত সেইদিকে
একবার কি নজর দেওয়া যায়?
কয়লাকে ধুলেও যেমন যায় না
দূর করা তার ময়লা কে,
তেমনি কেতা দুরস্ত মানুষের মনের
খল মেটাতে পারে, চেনো কি তাকে।
মনটা কে সজীব করে রাখো,
মুক্ত করো সকল কলুষতা থেকে,
হাজার ধাক্কা খেয়েও এগিয়ে চলো,
জয় করো নিজের বলে এই পৃথিবীটাকে।।