Keya Chakraborty

হতাম যদি একটি দিনের রাণী
কলমে – কেয়া চক্রবর্তী

হতাম যদি একটি দিনের রাণী,
আটকে রাখতে পারতো না আমায় কেউ সেটা আমি জানি,
ইচ্ছা হতো করতে যখন যা খুশি তাই
চাওয়ার সাথে সাথেই সবকিছু হাতের কাছে পেয়ে যাই,
আদেশ দেওয়া মাত্রই মুহূর্তেই হাসিল করতাম কাজ ,
করতাম আমি সবার ওপরে তখন রাজ,
দেখলে পড়ে সবাই তখন ছুটে আসতো কাছে,
চাইতো তখন ছুঁতে আমায় পাছে।।
আশে পাশে থাকতো তখন আমার হাজার লোকের ভিড়,
আমার তখন ভিড়ের চাপে লাগতো ভারি অস্থির।
ইচ্ছা মতোই জারি করতে পারতাম রাজ্যে আমার সুশাসন,
থাকতো না কোনো বৈষম্য, আমার চোখে সবাই পেতো অধিকার সমান।।
পেতো সবাই অন্ন, বস্ত্র, বাসস্থান ও শিক্ষার সমান অধিকার,
বেঁচে থাকতে গেলে যা প্রয়োজন সবার,
দুষ্টের দমন, ও শিষ্টের পালনকেই দিতাম অগ্রাধিকার,
প্রজারা পেতো অন্যায়ের সুবিচার।।
ইচ্ছা তো হয় অনেককিছুই, করতে যদি পাই,
একদিনের রাণী হয়ে পূরণ করার ইচ্ছা রইলো তাই।।
পেতাম যেমন হাজার রকমের সুবিধা,
খাঁচায় বন্দী পাখির মতোই তখন আমার অবস্থা,
কোথাও যেতে পারতাম না নিজের ইচ্ছায়,
আমার সঙ্গে থাকতো সৈন্য সামন্ত পাহারায়।।
ইচ্ছা তো আমার ও করে খোলামাঠে ছুটে যেতে,
প্রজাপতির পেছনে ছুটে বেড়াতে,
বন্দী জীবন বলো আর কার লাগে ভালো,
চারিপাশে লাগে আঁধার, থাকুক যতই আলো,
জানলায় দাঁড়িয়ে দেখতে ভালো লাগে পূর্ণ শশী,
কিন্তু সেখানেও যেতে বাধা দেয়, পায়ে থাকে বেড়ির রশি।।
মনে মনে ভাবি তখন রাণী হওয়া ভারি যন্ত্রণার,
গরিব হলেও স্বাধীন আমি,রাণী হয়ে বন্দী জীবন বেঁচে থাকা বড়ই যাতনার,
হঠাৎ এইসব ভাবতে ভাবতে তাকিয়ে দেখি, চারিপাশে
ঘুমের ঘোরে স্বপ্ন দেখে, পৌঁছে গেছিলাম, অচিন দেশে,
স্বপ্নে সেখানে হয়েছিলাম একদিনের রাণী,
বাস্তব যে বড়ই কঠিন সেটা মনে মনে জানি
কত রকম ইচ্ছা আছে, মাঝে মাঝে আসে তা মনে,
পূরণ হয় না যা বাস্তবে, ঘুমের ঘোরে দেখি তাই স্বপনে।

হতাম যদি একটি দিনের রাণী
কেয়া চক্রবর্তী

Leave a Reply