Keya Chakraborty

কেন এলে না?

কেয়া চক্রবর্তী

সেদিনও ছিল এমনই এক বিকেল,
যখন আবির বলেছিল ভালোবেসে থাকবে পাশে আজীবন,
আজ তুমি কতদূরে,
চাইলেও পাইনা তোমার দেখা,
স্মৃতিপটে কেবলই তোমার ছবি ভাসে,
সেদিনও ছিল এমনই বসন্ত,
আয়েশাকে বলেছিলে ভালোবাসি অফুরন্ত,
তখন তো তুমি জানতে মাঝে আছে
ধর্মের প্রকান্ড এক দেওয়াল,
তবুও তো বলেছিলে আগলে রাখবে আমায় চিরকাল,
তুমি আসবে বলেই সাথে এনেছিলাম,
গোলাপ, জুঁই, কৃষ্ণচূড়া,
তোমার জন্য লিখেছিলাম গান, কবিতা,
আর মনের মাধুরী মিশিয়ে লিখেছিলাম ভালোবাসার কথা,
তোমায় দিতে চেয়েছিলাম উপহার,
কিন্তু তুমি তো এলে না,
আমায় ভালোবাসলে না,
তুমি কেন এলে না?
উত্তরগুলো আজও জানিনা,
তোমার জন্য আমি সেদিন পড়েছিলাম লাল জামদানী,
তুমি ভালোবাসো তাই মাথায় দিয়েছিলাম ফুলের কবরী,
হিজাব ছেড়ে তোমার মনের মত নিজেকে সাজিয়েছিলাম,
আজ ও আছি তোমার প্রতীক্ষায়,
আব্বাজান বলেছেন তোমার কথা আনতে না আর মনে,
নিকাহ করে নিতে হবে আরমানের সাথে,
এভাবে কি সবকিছু ভুলে যাওয়া যায়,
ভালোবাসা কি জাত, ধর্ম, বর্ণ মেনে হয়!
জানি তুমি আসবে ফিরেই একদিন,
মরণের আগে খুঁজে ফিরবে তুমি আমায় সেদিন,
কেন আমায় দিলে এত কষ্ট?
ছিনিয়ে নিলে আমার মুখের সেই হাসি,
আজ কেবলই আমি নয়নজলে ভাসি,
ইচ্ছে হলেই মনের ঘরে,
ফিরে এসো আগের মতন,
এখনও তোমার জন্যই স্বপ্ন দেখে,
আমার এই দুটি নয়ন,
ইচ্ছে হলে এসো ফিরে,
করবো তোমায় আবার যতন,
রয়ে গেছে মনের ঘরে,
ইচ্ছেগুলো সেই আগের মতন,
যদি তুমি আসো কভু ফিরে,
কোনো এক ঝড় বাদলের রাতে,
ভরা শ্রাবণ মাসে,
হয়তো আমায় নয় আমার স্মৃতিগুলো
থাকবে তখন তোমার আশেপাশে।।

© কেয়া চক্রবর্তী ®

This Post Has One Comment

  1. হামিদুল ইসলাম।

    ভালো লিখেছেন গো বন্ধু। আরো লিখুন। দিন যাবে কথা কিন্তু থেকে যাবে। আপনার কথাগুলো লিপিবদ্ধ হোক ভালোবাসার দেয়ালে। যে দেয়াল কেউ কোনোদিন ভাঙতে পারবে না। ফরমানের মতো লোকেরা তো নয়ই। শুভ কামনা। ধন্যবাদ একরাশ। মাঝেমধ‍্যে কবিতায় দেখা হবে আপনার সঙ্গে। প্রতীক্ষা নিরন্তর।

Leave a Reply