কবিতা — ভয়ংকর সুন্দর
কলমে — কোয়েল তালুকদার
যখন তুমি আমাকে ছেড়ে চলে যাও তখন আমি নিজেকে মলিন করে ফেলি —
কী হবে নিজের সৌকর্যময় সৌন্দর্যের,
কেমন যেন সুখ নেই
বেদনা নেই
বিষণ্ণতা নেই
আনন্দ নেই,
জীবন নেই, জীবনের কোলাহল নেই
প্রাণ নেই —
ঐ অদূরে বয়ে যাওয়া নদীর মতো শীর্ণ, স্রোত নেই,
স্থীর জলতল, কোনো প্রবাহ নেই,
কূলে বৃক্ষ নেই, সবুজ পাতা নেই, চৌচির করছে জীর্ণ পাতা, মর্মর হয়ে ঝরে পড়ছে করুণ সুরের মতো —
ছিন্ন ভূষণ আরক্তহীন অবয়ব,
রুক্ষ কেশ, মৃন্ময় চোখ,
ভাবনা লেশহীন ভাবে পথ চলতে চলতে মনে হয়
আমি সব সুন্দরকে বিসর্জন দিয়ে হাঁটছি একাকী, নিসঙ্গ নিভৃতচারী ভবঘুরের মতো
অরূপে আমার পথ চলা কোনো অসীমে —
মনে হয়,
সুন্দর নেই ছিটেফোঁটাও, তবুও
সৌন্দর্যহীন এই আমার সৌন্দর্য দেখছে কেউ দূর থেকে পলকহীন উদ্বীগ্ন চোখে।