তিনটি অনুকবিতা
কলমে — কোয়েল তালুকদার
১.
আমার ভালোবাসা তোমার পুজোর থালায় ফুল দিয়ে রেখো ঢেকে যখন সন্ধ্যা নামে,
কোনো অনুযোগ নেই, তোমার থেকে যা আমি পেয়েছি তা রেখেছি অনেক অশ্রু দামে… …।
২.
মনটা হয়ে আছে মেঘের মতো ধূসর
সামনের পথ আর রয়েছে কত বাকি?
যেতে যেতে পথে যদি আঁধার নামে
পথ দেখাবে না হয় কোনও জোনাকি।
৩.
চন্দনের গন্ধ নিতে যেয়ে বুকের গন্ধ পেয়েছি
এইরকম আরো কত কিছু ভুল করে নিয়েছি
চন্দন নেব না তোর থেকে তুই আবীর দে
ভালোবাসা জমেছে যত সবই লুটিয়ে নে।