তৈমুর খান সংখ্যা দৌড়’ পত্রিকার বিজ্ঞাপন
একটি সৌজন্য বিজ্ঞাপন
‘দৌড়’ পত্রিকা সম্প্রতি কবি তৈমুর খানকে নিয়ে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করতে চলেছে। নব্বই দশকের কবি তৈমুর খানকে অনেকেই জানেন, কিন্তু ইতিপূর্বে তাঁকে নিয়ে লেখালেখি বা চর্চা কিছুই হয়নি। তাই ‘দৌড়’ পত্রিকা উক্ত কবির বিভিন্ন দিক এবং ব্যক্তিজীবন নিয়ে আলোকপাত করতে চলেছে। সেই সঙ্গে থাকছে কবির দীর্ঘ সাক্ষাৎকারও। পত্রিকার স্বার্থে সকল শুভানুধ্যায়ীর কাছেই সম্ভাব্য বিজ্ঞাপনের আবেদন জানাচ্ছেন সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস। হোয়াটস্ আপে বিজ্ঞাপন ও অন্যান্য যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নাম্বার
+917595060977
