Maharun Nasa

মেহেরুন নেছা

আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি

মেহেরুন নেছা

যখনই কিছু আঁকড়ে ধরতে চেয়েছি তখনই অবাধ্য একটা ঝড় এসে উড়িয়ে নিয়েছে আশ্রয়টুকু, খড়কুটো ভেবে।
ইদানীং কাল আমার শেষ আশ্রয় বলতে;
আপন উদ্বেগটুকুই সম্বল।
যদিও রাত পুরালেই নষ্টালজিক ব্যান্ডের গান হয়ে যায় স্বপ্ন গুলো।
অথচ আমি নবীন চোখে আবারও স্বপ্ন বুনি আগামীর।

না আমি, না আমার উৎকন্ঠা
আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি।
দক্ষ নৌচালকের মত এগিয়ে চলছি গন্তব্যে
অনাকাঙ্খিত পরিস্থিতিতে পড়েছি বহুবার,
তথাপি! ছাড়িনি হাল।

আজ আমি বড্ড ক্লান্ত!
আপন আঙ্গিনায় দাঁড়িয়ে ক্ষয়েছি স্বপ্নের আয়ুকাল।
অথচ মাঘের শীত ভেবে আমি যতই আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরতে চেয়েছি ;
ততই ঋতুর মত বদলে গেছে সম্পর্কের বাঁধন।

তথাপি!
না আমি, না আমার উৎকন্ঠা
আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি।

https://bangla-sahitya.com/post/

Leave a Reply