Mahfuz Alom

বাবা
মাহফুজ আলম

ঘ্রাণ ছাড়া ফুটে থাকা
একটা শুভ্র ফুলের নাম ; বাবা।
আলো ছাড়া কোনো রাতে
জোসনা ছড়ানো চাঁদ হলো ; বাবা।

ভুলে ভরা জীবনাকাশে
উড়ন্ত আমি’র লাটাই হলো; বাবা।
তীব্র ঝাপটার রাতে
হাতে হাত রাখা মানুষটি; বাবা।

নিজের বুক চিরে
আপত্যর বুক বাঁধা কারিগর ; বাবা।
এক সৃষ্টিকর্তার পরেই
সম্মানীত সিংহাসনের অধিকারী ; বাবা।
আমার সবটুকু ভালোবাসা
পৃথিবীর সকল বাবার প্রতি।

Leave a Reply