MD Arif

ভালোবাসা
মহ:আরিফ

ভালোবাসি শুধু তোমায়
যেমন বাসি আমায়
ভালোবেসে যাবো তোমায়
দিনের শেষ বেলায় ।

সময় হলে সঙ্গী করবো আমার জীবনে
দুঃখ কষ্ট যাহাই আসুক
ছাড়বো না তোমার হাত ।
লক্ষ করবো না কোনো যাত পাত।।

ভালোবাসি শুধু তোমায়
যেমন বাসি আমায়
আজকে যাচ্ছি অনেক দূরে
তোমায় ছড়িয়ে ।
সময় মতো ফিরে আসবো
এসে আবার ভালো বাসবো ।

যাচ্ছি শুধু তোমায় ছেড়ে
যাচ্ছি না তোমার স্মৃতি রেখে
সঙ্গে থাকবে তোমায় স্মৃতি
দূরে আমি যতই থাকি ।
ভালোবাসি শুধু তোমায়
যেমন বাসি আমায় ।।

অনুভূতি
মহ:আরিফ

কবি যখন লিখতে বসেন
বনেস স্বপ্নের সাগরে
সাগরে যেমন থাকে জল
তেমনি থেকে কবির মাথায় _
ভিন্ন ভিন্ন কথা ।

কথায় কথায় জাগায় স্বপ্ন
স্বপ্ন দেখায় সত্যের লক্ষে ।
লক্ষ যেন হয় শক্ত,
শক্ত যেন হয় হ্রদয় ।
হ্রদয় দিয়ে লিখে কথা
কথা লিখে সত্যের পথে
পথে যতই থাকুক কাটা ।

শিশু,শৈশব,যুবক,বয়স্ক
কবি লিখেন সবার কথা
প্রকৃতির উপর বয়ে যাওয়া হাজারো ব্যাথা
কবি লিখেন সত্যের কথা ।।

ভালোবাসার শহর
মহ:আরিফ

আমার ছিলো অনেক আশা,
তোমায় নিয়ে বাঁধবো বাসা ।
বাসা বেঁধে থাকবো মোরা
থাকবো এক ঘরে ।
ঘরে থাকবো তুমি আমি
আমি শুধু দেখবো তোমায়
তুমি দেখবে আমাকে ।।
দেখতে দেখতে হারিয়ে যাবো
যাবো এক আকাশের দুনিয়ায় ।

রাজার যেমন রাজ্য আছে
আমার আছো তুমি
তোমার তুমিকে চাই যে আমি
নিজের থেকেও বেশি ।

ভালোবাসার ছোঁয়াতে
নিয়ে যাবো আমি তোমায়
ভালোবাসার শহরে ।
ওই শহরে থাকবে শুধু-
ভালোবাসার কথা ।

কথায় কথায় হারিয়ে যাবো –
ভালোবাসার জোয়ারে ।
ওই জোয়ারে থাকবে শুধু
ভালোবাসার মধু ।
এই মধুর মিষ্ঠিতে
থাকবে ভিন্ন ভালোবাসা ।
আমার ছিলো অনেক আশা
তোমায় দেবো ভালোবাসা ।।

This Post Has One Comment

  1. Md Arif

    ধন্যবাদ আমার কবিতা গুলো প্রকাশ করার জন্য ❤️❤️

Leave a Reply