শিক্ষাই জীবন
মহ:আরিফ
শিক্ষার কোনো ক্লাস হয় না,
শিক্ষা গ্রহণ করার কোনো সময় থাকে না,
শিক্ষা গ্রহণ করার কোনো নির্দিষ্ট জায়গা থেকে না ,
শিক্ষার কোনো ডেইলি রুটিন থাকে না,
শিক্ষার কোনো সময় থাকে না ।।
শিক্ষা শুধু শিক্ষকের কাছে পাওয়া যায় না,
শিক্ষা শুধু স্কুল,কলেজ,ইউনিভার্সিটি-তে পাওয়া যায় না, কিংবা শিক্ষা শুধু পড়াশোনার জীবনে অর্জন করা হয় না ।
একটি মানুষের মধ্যে শিক্ষা না থাকলে
সে সকাল থেকে সন্ধা পর্যন্ত কি কি করলো বা করবে সে সম্পর্কে তার কোনো ধারণাই থাকবে না ।
এককথায় —
শিক্ষা হলো মানুষের শরীরেই একটি অঙ্গ,
যেটা ছাড়া মানুষ অচল ।।
শিক্ষার কোনো ক্লাস হয় না,
শিক্ষা গ্রহণ করার কোনো সময় থাকে না,
শিক্ষা গ্রহণ করার কোনো নির্দিষ্ট জায়গা থেকে না ,
শিক্ষার কোনো ডেইলি রুটিন থাকে না,
শিক্ষার কোনো সময় থাকে না ।।
কবিতা