সোনালীর আকাশে
ইমন মল্লিক
চোখ হাসে, মূখ হাসে, হাসে হেমন্তের ফজরি ফসলে।
মোর মন হাসে প্রকৃতির সাথে, হাসে সোনালীর নাচে শীতের কুয়াশার ঘাষে।
ভাসে ফসল শোনালির বর্ষা আকাশে
মুখ হাসে,হেমন্তের ব্যাস্ততার মাঝে।
রক্ত হাসে, জীবন ভাসে আজও ঐ মায়ের প্রতীকের মাঝে।
সবুজ সোনালী বসন্তের নাচনি।
ফুলে ফলে ভাসে বসন্তের সাজে।
কখনো ছল ছল,কখনো ঝর ঝর বর্ষার গান গায় সবুজ সোনালীর প্রানে।
নীল আকাশে বর্ণহীন বাতাসে বর্ষায় সাজ সাজে।
এ যেন হাসে মায়ের বুকের মাঝে ঐ লাল সবুজ পতাকার সাজে।
দেখছো কী তোমরা বসন্তের মাঝে কী সাজে।
শীমুল তুলোর মত আকাশে শরতের বাতাসে ভেসে বেড়ায় কাশফুলের নদীতে।
এ যেন মোরে উপহাস করে।
অন্যত কীছু নয় এযে সুন্দর্যের লীলাভূমির মাঝে।মোর চোখ হাসে মূখ হাসে লাল-সবুজ পতাকার মাঝে।