ডাকছে গ্রন্থাগার
ইমন মল্লিক
বেশ বেশ বেশ
ডাকছে মোদের দেশ।
বেশ বেশ বেশ
সাহিত্যের মধ্যে জাতি মোদের মানুষ হচ্ছে বড়ই বেশ।
আয়রে আয়রে আয়, তোরা সাগর মহাসাগর পূর্বাআকাশে মহাত্মাের হাত ছোঁয়ায় আয়।
আয়রে আয়রে আয় তোরা
বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করাতে আয়।
আয়রে আয়রে আয় তোরা
বিশ্বকোষ ঐশ্বর্যের সন্ধান নিতে আয়।
আয়রে আয়রে আয় তোরা
উচ্ছ শিক্ষায় নয়, স্বশিক্ষিত হতে আয়।
যে শিক্ষায় নদীর গভীরত্বের শব্দচয়ন শোনা যায়।
তোরা আয়রে আয়রে আয়
মহাজাগতীক হাজার বছরের মানব জাতীর পত্র দুনিয়াময়।
লক্ষ মানব হচ্ছে বীলিন মধ্য দুনিয়ায়
মধ্যমপাণ্ডব হচ্ছে মানব কুশিক্ষার প্রলয়।
আয়রে আয়রে আয় তোরা
কুসংস্কারের মানব জাতীর আসর ছেড়ে আয়।
আয়রে আয়রে আয় তোরা
সুসংষ্কারের গ্রন্থাগারিক শিক্ষা দুনিয়ায়।