
কবিতার পংক্তিমালা
মুহাঃ হাবিবুর রহমান
(নিবেদিত হোক স্নেহের এনামুল হক মাসুদের জন্য)
রাতে জমানো শব্দ গুলো সকালের পদ্য-
আর যা বাকী, তা সব জীবনের গদ্য……….।
আঁচলে লুকানো সুবাসিত ফুল পাঁপড়ির দল
গাঁথবেনা মালা? অভিমানি হৃদয়ে কেন এতো ছল?
আজিকার বেলা বৈশাখী দিনে উদাসী বিকেল বায়
খেয়ালী মনের শান্ত ধারা, তবু জল ছল ছল উছলায়।
সখা সখিতে কানাকানি মেঘ বালিকা ছোটে দূর পরবাসে
চাতকিনির চাওয়া হয়না পূরন ঝরে বেদনা দীঘশ্বাসে।
কে ডাকে দূরে নাম ধরে, বাসরী সাজায় সোনা রাঙা ভোরে
তাকে বুঝি চিনি, না চিনি তবু সে সুর বেঁধেছি হৃদয় ডোরে।
কখনো জানবেনা সুদূরে থাকবে জানি চিরকাল ধরে
আমার আমিতে ডুবে রবো, চলে যাবো সবার অগচরে।
যদি কখনো নাম ধরে ডাকো সে তো বড় পাওয়া হবে জানি
তৃষিত হৃদে শ্রাবণের ধারা খরতর বয়ে রেবে জিন্দেগানি।
মুহাঃ হাবিবুর রহমান
প্রভাষক
ইসলামের ইতিহাস বিভাগ
নওয়াবেঁকী মহাবিদ্যালয়
নওয়াবেঁকী শ্যামনগর সাতক্ষীরা।
