Md. Nayon ali

ইচ্ছা থাকলেই উপায় হয়
Md. Nayon ali

প্রবল ইচ্ছাই যে কোনো কাজকে সমাধানের পথে নিয়ে যায়। Where there is a wilk, there is a way.” এ প্রবাদ দ্বারা বুঝায় যে, মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে যদি তার ইচ্ছাগুলো প্রবল বা শক্ত হয়।

জীবনটা ফুলের সৌন্দর্য বা আনন্দ বিলাস নয়। জীবন হচ্ছে পৃথিবীর এক সংগ্রামক্ষেত্র। মানুষের এখানে বিবিধ বিরোধী শক্তির সাথে লড়ার করে বেঁচে থাকতে হয়। মানবজীবন অন্তহীন সমস‍্যার আবর্তে আবৃত বা আবর্তিত। একমাত্র অদ‍ম‍্য ইচ্ছাশক্তির বলেই মানুষ তার নিজের সমস্ত বাধা বিপন্ন অতিক্রম করে সাফল্যর সপ্নশিখরে পৌঁছাতে পারে। ইচ্ছাশক্তি মানুষের মনোবলের বড় এক ভয়ংকর হাতিয়ার। একজন মানুষকে জীবনে সাফল‍্য পেতে হলে তার নিজের পথ নিজেকেই করে নিতে হবে। ইচ্ছাশক্তির বলেই মানুষ তার সমস্ত জাগতিক সমস‍্যার সমাধান করতে সক্ষম হয়। প্রতিটা কর্মে কৃতকার্য হয়ে পৌঁছাতে পারে ঈস্পিত লক্ষ‍্যে। কঠোর পরিশ্রম ও জ্ঞান ছাড়া কোনোকিছুই অর্জন করা সম্ভব নয়। যে ব‍্যক্তি দুর্বল, যার ইচ্ছাশক্তি ক্ষীন তাকে হোঁচট খেতে হয়। ব‍্যর্থতার পর্যবসিত হয় তার জীবনের স্বপ্ন ও সাধনা।

ইতিহাসের খ‍্যাতনামা পূর্ববর্তী বীর পুরুষেরা অদম‍্য ইচ্ছাশক্তির বলে বলীয়ান হয়ে নিঃশঙ্ক চিত্তে রাজ‍্য জয়ে ঝাঁপিয়ে পরেছেন এবং অসাধ‍্য সাধন করতে সমর্থ হয়েছেন। তাঁরা শত বিপদ বাধাকে পদতলিত করে একমাত্র ইচ্ছাশক্তিকে পাথেয় করে এগিয়ে গেছেন জীপনের পথে। পরিশেষে পৌঁছাতে সক্ষম হয়েছেন জীবনের সোনালি দিগন্তে। প্রবল ইচ্ছাশক্তি ও একাগ্র সাধনার উপর নির্ভর করে জীবনে গৌরবোজ্জল সাফল‍্য। ইচ্ছা যেখানে চূরান্ত এবং গতিশীল, সাফল‍্য সেখানে অনিবার্য। আমরা পৃথিবীতে আমাদের জন‍্য স্থান করে নিতে পারি যদি আমরা আমাদের লক্ষ‍্যঅর্জনের জন‍্য যথাযথ চেষ্টা করতে পারি ।

কোনো কাজে সফল না হওয়ার মূলে বাধাবিপত্তি কারন নয়; দৃঢ় ইচ্ছার অভাবই মূল কারন। যার প্রবল ইচ্ছাশক্তি রয়েছে, তার কাছে সকল বাধাবিপত্তি সহযেই হার মানে। মানুষের ইচ্ছাশক্তি দ্বারা যেকোনো অসাধ‍্য সাধন করা যায়।পৃথিবী প্রতিযোগিতার স্থান। এ প্রতিযোগিতায় আমাদের মস্তিষ্কের ব‍্যবহার করতে হয় জীবনে সাফল‍্য অর্জনের জন‍্য।
সাফল‍্য অর্জন করতে অনেক পরিশ্রম করতে হবে, পরিক্ষার সমাপেক্ষিকা হতে হবে। পরিক্ষা, পরিশ্রম ছাড়া কেউ সাফল‍্য অর্জন করতে পারে না। প্রতিটা মানুষের নৈতিক পারিবারিক অক্ষমতা থাকবেই তবে মনের ইচ্ছা ও মনোবল শক্তি দিয়েই সেই অক্ষমতা দূর করানো যায়।

সাফল‍্য, পুরুস্কার কিন্তু এমনি এমনি আসবে না তার জন‍্য কিছু ব‍্যয় করতে হবে। যেমন ধরুন আমরা যদি বাজারে কিছু প্রয়োজনীয় খাবার কিন্তে যাই তখন কি আমরা ফ্রিতে খাবার গুলো সংগ্রহ করি? না ফ্রিতে কেউ ফ্রিতে আমাদের খাবার দিবেনা বা আমরা ফ্রীতে খাবার সংগ্রহ করতে পারবোনা। খাবার গুলো সংগ্রহ করতে কিন্তু কিছু টাকা দোকানদারকে দিতে হবে। তেমনি সাফল‍্য, পুরুষ্কার পেতে হলে কিছু পরিশ্রম বা অনেক বাধা, বিপত্তির সম্মুখীন হতে হবে।

সমাপ্ত

Leave a Reply