Md Shohidullah

যাওয়া আসার নির্বিকার স্বভাব
মোহাম্মদ শহীদুল্লাহ
১২/৯/২২

বিরম্বনা দাঁড়িয়ে থাকে পথে ঘাটে,
বিরান প্রান্তরের পোড়ামাটির জটিল,
কঠিনের সমীকরণে,
সেলুলোজ ইচ্ছেগুলোর আড়ালে
বিষকাঁটালির ঝোঁপে লুকোনো ফড়িংটার
পিছু নিয়েছে পতঙ্গভুক।

সার্বিক সহযোগিতার সিঁড়িটা ন্যুব্জ প্রায়,
মাটির আর্দ্র ত্বকে আছড়ানোর চরিত্রটি
সরিয়ে নিয়েছে অযত্নের নখর।

মদদের দারুণ দুর্ভিক্ষ,
তামাশার রুপক মঞ্চায়ন চিরাচরিত সুখের পসরায় উজ্জীবিত।
পীড়িত কাগজের অভিন্ন প্লাটফরম
কোথাও তো মিলছেনা বলেই হয়তো– অবিনাশী শ্লোগানের ঝাঁঝালো দুপুরটা
কিনে নেয় কেউ।
আপাতত শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্বব্যাংকের গরাদে মৃত্যুর গন্ধে মাতাল,
পিছু হটা তাই।

Leave a Reply