এটা একটা দুনিয়া কাঁপানো ঝড়ো হাওয়া
মোহাম্মদ শহীদুল্লাহ
২০/৯/২০২২
(স্যালুট আমাদের মেয়েরা)
এটা একটা কাব্যিক পরিবর্তন,
যেখানে নিয়মিত প্রতিবন্ধক দেয়াল
এসে দাঁড়িয়ে থাকে।
যেখানে আগুন ফুলের কবিতা পাঠের আগেই নিভিয়ে ফেলার আয়োজন সক্রিয় থাকে,
কার্বন -ডাই -অক্সাইডের কমতি নেই।
যেখানে কতিপয় শকুন উগ্রতার বেড়াজালে
আটকে রাখে তোমাদের উত্থান।
বিজয়ের বলিষ্ঠ ছবি তো এটাই,
এখানেই জেগে আছেমণা
সব কটা লড়াই
সব কটা ইতিহাস।
কালভূজঙ্গের নিঃশ্বাস যখন চারদিকে আসে ধেয়ে, তোমাদের এই ঝড়ে নড়েচড়ে বসি।
নিশ্চয়ই ৫২,৬৬,৬৯,৭১,৯০ — শাহবাগের সাথে মিশে গেছে পলল বাংলার অনিবার্য অধ্যায়,
মিশে গেছে শিউলিভোরের বর্ণাঢ্য শিশির। আরেকবার জয়বাংলার প্রতিধ্বনি শুনি
পূবাল
বাতাসে।