
নন্দিত স্বপ্নের হাতছানি
মোহাম্মদ শহীদুল্লাহ
অপলক তাকিয়ে থাকা চরাচরে
বৈষয়িক মেঘের পালকি নাচে।
হৃদকুঠুরির পাশের আসনটি ফাঁকা জেনেই
ওখানে ছোবল হানে বারবার লাউডুগি সাপ।
কলাবতীর সুখচুমু
জোছনাধোয়া রাতের গভীরতা মেপে;
জামরুলগাল হলো লজ্জারাঙা
পদ্মাবতীর উপাখ্যান।
কমনীয় বিকেলের ছাপচিত্র লুফে নিতে
বরাবরই
সমুদ্র মন্থনে নামি,
কল্লোলিত জলসাঘরের বিশেষ শুভেচ্ছায়
ত্রিভুজ বেষ্টনীতে ডেকেছে ইশারায়।
প্রতিটা পদক্ষেপে কতিপয় সরলরেখাই যেন
তীরের ফলার মতোই বিদ্ধ করে।