`গহীনে শব্দ’ বই আলোচনা
গহীনে শব্দ
একবিংশ শতাব্দিতে সাহিত্যকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তরুন লেখক ও সাহিত্যিকদের ভুমিকা প্রসংশনীয়। এর মধ্যে কাব্যচর্চায় মেধাবীরা মনোনিবেশ করছে। তাদের চিন্তা চেতনায় দেশপ্রেম, মানবিকতা ও বস্তুনিষ্ঠ লেখা ফুটে উঠছে যা সাহিত্যের ক্ষেত্রে পজিটিভ দিক। ‘গহীনে শব্দ’ এমনি একটি কাব্যগ্রন্থ। উক্ত গ্রন্থের প্রতিটি কবিতায় মানবীয় অনুভূতির দারুন প্রকাশ ঘটেছে।
কাব্যপ্রতিভার অপূর্ব নিদর্শন কবিতাগুলো অধ্যয়ন করে পাঠকের ভালো লাগবে বলে আশা করি। এতে রয়েছে পরিবেশ-প্রকৃতি, বাঙালী সংস্কৃতি, ধর্মচেতনা, স্বাস্থ্য সচেতনতা, জীবনাচরণ, মানবীয় সম্পর্ক, বর্ষাবন্দনা, আত্মত্যাগ, শ্রমিকের অধিকার, বহিঃবিশ্বের রাজনীতি, প্রবাসীদের যাপিত জীবন ও আন্তর্জাতিক পরিমন্ডল নিয়ে লিখিত কবিতা যা অসাধারণ হয়েছে। অনেক ভালো লেগেছে – ‘অস্তিত্ব সংকটে মানবজাতি’ কবিতাটি। আমার মনে হয় কবিতাগুলো পাঠকের ভাল লাগবে ও মন ছুঁয়ে যাবে। কবি মো: সুমন মিয়া আপনার ও আপনার কাব্যগ্রন্থ ‘গহীনে শব্দ’ এর প্রতি রইল শুভ কামনা।
মোঃ আল-আমিন
সংস্কৃত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।