Meher Amzad

মেহের আমজাদ

বাড়ছে অচেনা অসুখ

-মেহের আমজাদ


কি পেলে সুখ সুখ লাগে
দুঃখটা হারায় চিরতরে !
এই সন্ধানে না পাওয়ার বেদনায়
অচেনা অসুখ বাড়ে।
পেতে হবে এই স্বপ্নে বিভোর হয়ে
লাগাতার যাচ্ছি খুঁজে
পাচ্ছি কি প্রত্যাশার সেই সুখ ?
বাড়ছে বুকের ভিতর ধুকপুক ধুকপুক
বাড়ছে অচেনা অসুখ।
ক্রমান্বয়ে বাড়ছে বিষন্নতা
ছুঁই ছুঁই করে পারছিনা ছুঁতে
সুখ নামের সুখ পাখিটা হাতছানি দিয়ে
যাচ্ছে উড়ে
তবুও সুখের সন্ধান করা নেই থেমে
ক্লান্তিহীন খুঁজে ফেরে আমার দুচোখ
আলো ছায়া অন্ধকারে
পাবো সুখ বলে মোহময় টানে
ছুটছি কেবল ছুটছি বিরামহীন ছুটছি
বলোতো কোথায় আছে সুখ !
সুখ পাখি ধরতে বাড়ছে অচেনা অসুখ।

মেহের আমজাদ
মেহেরপুর ।
তারিখঃ ৭/১০/২০২২

Leave a Reply