Mita Mondol

মিতা মন্ডল

অপেক্ষা

মিতা মন্ডল

শীত তো এলো ফিরে
কপোত না এলো তবু নীড়ে,
কপোতী তার চির অপেক্ষায়
এই বুঝি এলো সে হায়!
বিরহ যাতনা সয়ে
মনরে বোঝায় কত কি যে কয়ে,
চঞ্চলা মন তবু মানে না স্থিরতা
হারানোকে ভুলে যাওয়ার কাটে না জড়তা।
সুখের সে দিন ভুলে
বিরহে ডুবিয়ে গেলে,
কি ভুল ছিল বলো তোমায় পাশে চেয়ে
ঊষ্ণ শীতল হেমন্তগুলো কুয়াশায় গেলো ছেয়ে।

Leave a Reply