
অভিশাপ
মিতা মন্ডল
ভালোবাসা হারাবে না,মনেই রবে গোপনে
পাল্টে যাবে ধরন শুধু,আসবে না আর সামনে।
ভালোবাসি বলবো আমি,শুনবে না তো কেউ,
নিরব সাক্ষী হবে শুধু নীল জলের ঢেউ।
কারো আমি হবো না আর,রইলো শপথ আমার,
ভীষণ বড়ো সংসার হোক,সুখ শুধু হোক তোমার।
মনের কথা শুনবো না আর,ও যে উকিল তোমার,
মনে এক বাইরে আরেক বহুরূপী রূপ আমার।
দুঃখ সব পোড়ায় যেনো,আশীষ দাও আমায়,
আমি ছাড়াই সুখে থাকো,অভিশাপ দিলাম তোমায়।
ভালোবাসা হারাবে না শুধু তোমায় করেছি বর্জন,
ভালোবাসা মনে রেখে প্রেমের দিলাম বিসর্জন।
হারিয়ে গেলাম নিকষ কালোয়,পাবে না আর খুঁজে,
নিজের মনেই সমাধি দিলাম তোমার আমি রে!