Mojibul Haider Chodhory

Mojibul Haider Chodhory

বদরুল হায়দার এর কবিতা

১ চিরচেনা

হৃদয়ের গোপন জানালা খুলে রাখে আসল প্রেমিক। তুমি
আলো আঁধারের রহস্য সাঁতারে হও আনবিক। আমি
প্রেমিক হইনি অন্তঃমিলে হয়েছি দরজা খোলা মানবিক।

বেদনার অবরোধ চলে তোমার নকলে। আমি
নির্বোধের অনুকূলে আদি আসলের ফলাফলে যোগ করি
বিরহের ভূগোল ও পৌরণীতি।

ক্রোধ ও ঘৃণারা ছড়িয়ে পড়েছে নগরায়নের ভুলে। তুমি
নগদ নারায়ণের তৃণমূলে দায়সারা আবেগের
বিশ্বায়নে খোঁজো প্রেমপ্রীতি। আমি ছলনার গ্যাঁড়াকলে
প্রেমের বিফলে নিয়ন্ত্রণে আনি মনের দুর্নীতি।

সাধনায় নত হতে থাকে অপার কামনা। তুমি অপারগতায়
বন্দনার কায়দায় রপ্ত করো ভোগ ও লোভের সম্ভাবনা। আমি
মহাকাল চষে প্রেমের ক্যাম্পাসে সঠিক অজানা থেকে খুঁজি ফিরি
আনন্দ বেদনা।

অন্তরের হস্তান্তর চলে মূল্য সুচকের ওঠা নামায়। প্রেমের
মহড়ায় তুমি ছলেবলে সুযোগের যোগফলে যোগ করো
বাণিজ্যিক টালবাহনা। সঠিক সাধনা থেকে প্রীতি ও সম্প্রীতি মেনে
দ্বি-পক্ষিয় প্রয়োজনে আনি তুমি ও আমার চিরচেনা।

২ বৃষ্টি নামের মেয়েটি

অবশেষে সূর্য হাসলো বৃষ্টিতে।
বৃষ্টি মনের বাগানে আসবে বলে কথা দিয়েছিলো
জোড়াতালি বেগে সে এসেছে হৃদয় ভিজিয়ে।
মেঘেরাও ভালোবাসা দিলো উড়াল পাষাণে।
বর্ষা মেঘে বৃষ্টি নামের মেয়েটি ফোটাতে চাইলো
বিমুগ্ধ যৌবন। আলোছায়া আঁধারের কোজাগরি
পোড়া বারুদের রঙে মনোবলে রাখে দ্রোহের ভাসান।
ঋতুর গোপন তৃষ্ণা নিয়ে প্রকৃতির চর্চা শেষে
বৃষ্টি-আষাঢ়ের গল্প শেষে শ্রাবণ ধারায় রূপবতী
কখনো ভাদ্রের বানে ভেসে বর্ষার অতিথি।
বৃষ্টি অবাধ হাসলে সূর্য ঘুম থেকে জাগে
চাঁদ প্রবাদ প্রবচনে মহাকাশে ডুবে অনুরাগে।

৩ নিষেধাজ্ঞার মধুর হুশিয়ারি

আলোদের সাথে দেখা হলে কালো রেখাগুলি মুছে যায়।
শরীর আগলে রাখে মহাজাতকের চোখ। তুমি
ভুলের কবুলে রহস্যের ফাঁকে খোঁজো নিরাময় রোগ।
শূণ্য গোয়ালের দুধে সুদে আমি আত্ম প্রতিরোধে
প্রাকৃত মায়ার জালে খুঁজি তোমার বানানো অভিযোগ।
বীণাতারে বাজে না সেতার। হৃদয়ের কাঁটাতারে
অকাতরে বলী হয় পরাভয়। ঘরে ও বাইরে চলে
ভালোবাসার জয় পরাজয়।
ধরাশায়ী মনে বহুজনে আবেগ ও আপ্যায়নে তুমি
হৃদয়ের চোরাবাঁকে ভাসো রণাঙ্গনে। আমি
রংতুলির সবাকে চির প্রেমিকের ইতিহাসে নাম লিখি।
সমমনের বাগানে ফোটে পরজীবী অর্কিডের ফুল
তুমি আদায় উসুলে ইস্কাবিবির কৌশলে ছাড়ো
প্রি-পেইড ভুল।
দেখা না দেখার রেখা টেনে পালামন
বেদনার দরশনে হয় দরদাম। তোমার শখের
অভিমান মনপুরার আবেগে খোঁজে নিরাবেগ সমাধান।
আমি পাষাণ হৃদয়ে নিষেধাজ্ঞার মধুর হুশিয়ারি মেনে
যৌবনের কাছে নত এক ভালোলাগা ব্যবধান।

Leave a Reply