কমনসেন্স
মোবারক হোসেন
গ্রামের এক মোড়ল মনে করতেন তার চেয়ে জ্ঞানী এই গ্রামে আর নেই। তাই নিজের কনফিডেন্স যাচাই করার জন্য গ্রামের মানুষদের চ্যালেন্স করলেন। আমি জানি না বা শুনি নাই এমন কথা যে বলতে বা শুনাতে পারবে, তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এক লক্ষ টাকার লোভে গ্রামের সকল পেশাজীবি মানুষ একে একে মোড়লের কাছে আসতে লাগলো। কিন্তু কেউ তাকে হারাতে পারলোনা না। তারা যা কিছুই বলে তা শুনে মােড়ল বলে আমি এসব শুনেছি। গ্রামের সবল মানুষ হতাশ হয়ে ফিরে এল। এই গ্রামে একজন রাজনৈতিক নেতা ছিল। সে এই সময়ে গ্রামের বাইরে ছিল।
সে গ্রামে এসে মানুষের মুখে সব শুনে বলল এটা তো অতি সহজ ব্যাপার। গ্রামের মানুষ অবাক হল। আমরা কেউ পারলাম না, আপনি বলছেন সহজ ব্যাপার। এখনই চলেন মোড়লের কাছে। নেতা বলল চলেন। সবাই মোড়লের বাড়ি গিয়ে হাজির হল। নেতা মোড়লকে বলল আপনি যে কথা শুনেন নাই সে কথা আমি শুনাতে পারলে সত্যি সত্যি এক লক্ষ টাকা দিবেন তো? মোড়ল বলল আলবৎ দিবো
। নেতা বলল আপনার আর আমার বাবা যখন বেচে ছিল তখন আপনার বাবা আমার বাবার কাছ থেকে বিশ লক্ষ টাকা ধার নিয়েছিল। আপনি তা জানেন অথবা শুনেছেন। মোড়ল নড়ে চড়ে উঠলো। এ তো মহা জামেলা। মোড়ল ভাবলো শুনেছি বললে বিশ লক্ষ টাকা দিতে হবে আর শুনিনি বললে হার সাথে এক লক্ষ টাকা। মোড়ল আর কি করবে, মুখ কালু করে বলল না শুনিনি। নেতা বলল তাইলে দেন এক লক্ষ টাকা। গ্রামের মানুষ হাত তালি দিয়ে উঠলো। মোড়ল বুঝলো জ্ঞান কখনো সীমা বদ্ধ হয় না।