মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, সহকারী অধ্যাপক

Nur_E_alam Siddiqui

মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, সহকারী অধ্যাপক

মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, সহকারী অধ্যাপক

ঢাকা উদ্যান সরকারি কলেজ, ঢাকা, বাংলাদেশ।

 লিখবো আবার আমি

আগে আমি কবিতা-গান লিখেছি মনের সুখে,

লিখেছি আমি তাই নিয়ে দেখেছি যাই চোখে।

তখন আমার হৃদয়ে ছিল কত স্বপ্ন আশা,

তারি সাথে যুক্ত ছিল সুপ্ত ভালোবাসা।

হঠাৎ করে একটি ঝড়ে স্বপ্ন ভেঙ্গে যায়,

হৃদয়ের সব ভালোবাসা কোথায় যে হারায়।

হারিয়ে যায় কাব্যকথা হতাশার ধুম্রজালে,

বদলে যায় জীবন আমার, চলি ভিন্ন হালে।

কেটে যায় অনেক সময় শত ব্যস্ততার মাঝে,

বাস্তবতার সামনে আবার কবিতার সুর বাজে।

সেইসুরে আজ লিখিতে চাই আমার স্মৃতিকথা,

সেই কথায় আজ লাগতে পারে কারো মনে ব্যথা।

লাগুক যতই ব্যথা কারো, এসে যায় না কিছু,

লিখবো আবার উচু মাথায়, রইবো না আর নিচু।

কিছু কথাঃ বাস্তবেই কাউকে ভালোবেসে হতাশ হয়ে এক সময় কবিতা-গান লিখা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এখন ভেবে দেখলাম, আমি তো থাকবো না চিরকাল,আমার কথা ও জ্ঞান রেখে যাই পৃথিবীতে। তাই আবার লিখা শুরু করলাম। যদিও তা কারো জীবনের সাথে মিলে যায় কাকতালীয় ভাবে।

Leave a Reply