ক্ষনিকের দুনিয়ায়
ওয়াজিউল হক শরীফ
ক্ষনিকের দুনিয়ায় আমদের শুধু আসা যাওয়া
সুন্দর এই ভূবণ ছেড়ে সবার মৃত্যুই হবে শেষ ঠিকানা
সুখী হওয়ার বাসনায় চলে নিষ্ঠুর বৈষম্যের অস্থিরতা
উপরের সিঁড়িতে উঠে মমতার পরশে আসে বৈরিতা।
কৃষকের ঘামঝরা ফসলে আসে সভ্য নগরের বিলাসিতা
রাজমিস্ত্রীর শ্রমে গড়া হয় আধুনিক ইমারত অট্টালিকা
ধর্মের লেবাসে মৌলবাদী তকমায় দখল হয় ক্ষমতা
মায়ের গর্ভে জন্ম নিয়ে সেই মায়ের দেয় না মর্যাদা।
শাসন শোষণের বৈষম্যের যাঁতাকলে বন্দী এই পৃথিবী
কেউ লড়াই করে অন্নবস্ত্রের বাকীরা গড়ে বিলাসী তরী
সৎ দেশপ্রেমিকরা নীতিরদ্বন্দ্বে জীবনযুদ্ধে হয় পরাজিত
লুটেরা দুর্নীতিবাজ বুর্জোয়ার শোষণে সবাই নিষ্পেষিত।
পৃথিবীর রন্ধ্রেরন্ধ্রে আজ শ্রেনীবৈষম্যের দুঃখের অরণ্য
মোড়লরা দখল করে সম্পদ গড়ে অস্ত্র মাদকের স্বর্গ
মানবতা আজ অসহায় বিবর্ণ জ্ঞানপাপীর ছোবলে
মায়ার বন্ধন আজ সামাজিক অবক্ষয়ের করালগ্রাসে।
একান্ত সুখের স্বার্থপরতা ভুলে গড়তে হবে আপন ভূবণ
সুখেদুঃখে সবাই মায়াবী বন্ধনে সাজায় নতুন জীবন
এসো হে মানব বৈষম্য ভুলে সাজায় স্বপ্নের আগামী
জয় হোক মানবতার গড়বো সবাই সুন্দর পৃথিবী।