Paramananda Chakraborty 

স্বভাব
পরমানন্দ চক্রবর্তী

পশুর স্বভাব পেয়েছে আজ সৃষ্টির সেরা মানুষ নগ্ন দৃষ্টিতে নগ্ন আচরণ!
তুলনা তুলনীয় পরিবর্তনের পশু দৃষ্টি ভঙ্গির আড়ালে কুৎসিত স্বভাব!
মিষ্টি কথায় দুর্ব্যবহার হিংস্র ক্ষমতায় অপব্যবহার।
মৃত্তিকার পরিবর্তনে আবহাওয়া সৃষ্টি
মিষ্টি ফলের তেতো স্বাদ, তেতো ফল মিষ্টি!
ভদ্র পোশাকে অভদ্র মানুষ,
জরাজীর্ণ পোশাকে প্রকৃত মানুষ।
স্পষ্ট কথা এখন যেন তিক্ত স্বাদের আভাস!
কয়লার পানিতে ছচ্ছ জল;
তর্ক বিতর্কে হারে না মানুষ চাপান শক্তির জোরে।
সত্য যায় মিথ্যের আড়ালে গভীর জলে ঠেলে।।

স্বভাব পরমানন্দ চক্রবর্তী

Leave a Reply