পুরুষের বেদনা
পরমানন্দ চক্রবর্তী
নিজের জীবনকে বিসর্জন দিলাম দেহ আছে তবে জিন্দালাশ!
আপনজন প্রিয়জন শুভাকাঙ্ক্ষী সবই যেন স্বার্থপর।
নগ্ন দেহে হাজারো আবেগ অনুভূতি,
মূল্যহীন জাগ্রত বিবেক!
মূল্যহীন জীবনে বেঁচে থাকা নিষ্পাপ মানুষ অপরাধী।
অবুদ্ধিতে জীবন নাশ সাদাকালো জীবনে অহংকারী অভিশাপ!
অর্ধাঙ্গিনীর বৈরী আচরণ পুরুষ হৃদয়ের সুনামি আচ।
উশৃংখল সঙ্গবাসীনি ঋতুচক্রের ন্যায় জীবন ধারণ!
বিনা মেখে বর্জ্যপাত – মুহূর্তেই সুন্দর সংসার পুড়ে ছারখার।
বিনা কারণে অশ্রুপাত নয়ন,গড়িয়ে জল!
দুষ্ট মানুষের স্বভাব আছে চিৎকারে স্বর্গে মাতাল।
হিংস্র মনের সংসার করা ভালবাসা যার কাছে নাই তুলনা না বাসে নিজেকে ভালো না ভালোবাসে সংসার!
তুচ্ছ কারণে সংসার ছাড়া নাহি আপন কারো,
এতদিনের ভালোবাসা এত দিনের সংগোপনে মিছে যেন লাগে ভালো।
পুরুষ তুমি জিন্দাবাদ তোমার অর্ধাঙ্গিনী কাছে ভালো লাগা ভালোবাসা অশ্রুজল যাবে স্নানের জলে মিশে।