Paramananda Chakraborty 

Paramananda Chakraborty

ক্ষমা করে দিও
পরমানন্দ চক্রবর্তী

আমার বৈরী আচরণে তোমার এমন ব্যবহার!
আমি নিঃশব্দ বাকরুদ্ধ,
সৎ মানুষের কোমল হৃদয়; আমিও জানতাম।
আজ আমি দোষী আমি অপরাধী,
ক্ষমার অযোগ্য।
তোমার কোমল হৃদয়ের নিষ্পাপ চক্ষে যেন আমারি কারণে অশ্রুজল।
আমিও তো কম কষ্ট পাইনি;
তবে সকলেরই কষ্ট সইবার ক্ষমতা থাকেনা!
আমার কোমল হৃদয় তো, মারা গেছে।
তোমাদের আনন্দে রাখাই যেন ছিল আমার প্রথম কর্তব্য,
তুমিও জানো আমি ভুলে যাইনি-
আমারতো দেয়ালে পিঠ ঠেকে গেছে।
তোমাদের কথা ভেবেই হয়তো যেন আমি উত্তেজিত।
কারণে অকারনে বৈরী আচরণ -পেয়েছি আমিও হৃদয় আচ!
বেঁচে থাকা অবস্থায় তোমাকে এমন কষ্ট দেওয়া –
আমি যেন নতুন করে বেঁচে থাকার প্রেরণাকে বিসর্জন দিলাম,
তোমার নয়ন মাঝে আমি সব সময় অপরাধী পারলে ক্ষমা করে দিও।

Leave a Reply