Poem

সৃষ্টির ইতিহাসে হারিয়ে যাবো

বারিদ বরন গুপ্ত

এই স্বপ্নের পৃথিবী
হয়তো একদিন আমায় বিদায় জানাবে
যা কিছু দিয়েছে
সবি ফিরিয়ে নেবে,
এমন কি এই শরীর টাও!
পৃথিবীর সম্পদ জিম্মাদার বিধাতার
শক্তির সূত্রে আঘাত হানে সাধ্যিকার?
সৃষ্টির ইতিহাসে হারিয়ে যাও!

এই পৃথিবী সব কেড়ে নেবে
শুধু থাকবে তোমার স্বপ্ন
তোমার সৃষ্টি
তোমার অলংকার
তোমার অহংকার
আর কারো নয়
তোমার অধিকার অনন্তকাল!

Barid Baran Gupta

Leave a Reply