কিই বা পেলাম
-মেহের আমজাদ
এই জমিনে যখন ভুমিষ্ঠ হোলাম
আ-হা পেয়েছিলাম কি যে সুখ
হয়েছিলাম অবাক দেখে পৃথিবীর মুখ।
যাদের কোলে পিঠে চড়ে পরম আদর যত্নেœ
শৈশব কাটলাম কৈশর কাটলাম
স্নেহ মায়া দিয়ে যারা আগলিয়ে রেখে
তিলে তিলে গড়ে তুলেছিলো মায়ার বাঁধন
তাদের কি করে এলাম ছেড়ে !
কোন বাঁধন কোন মায়া মমতা
সেদিন স্পর্শ করতে পারিনি আমায়
আটকাতে পারিনি কেউ ।
শৈশব পার হয়ে কৈশরে এলাম
যৌবনে এসে তোমার প্রলোভনে পড়ে
হারালাম আমার সুন্দর অতীত
হারালাম আমার প্রিয়জন
রক্তের বাঁধন কি করে গেলাম ভুলে !
কেবল তুমিই রইলে কাছে
রাখলে বাঁধনে রাখলে বন্দী পাখীর মত
কিসের টান ছিলো কিসের মোহ ছিলো
কিসের এতো আবেগ কৌতুহল ছিলো
সকল বন্ধন ছিন্ন করে কি করে এলাম !
সব কিছু ভুলে গিয়ে করলাম তোমাকে আপন
তুমি তো ছিলেনা আমার শৈশব কৈশরে
তুমি তো ছিলেনা তখন আমার কেউ !
স্মৃতি রোমন্থনে বার বার ফিরে আসে
যারা একদিন আমার আপন ছিলো
যাদের কাছে আমার অনেক কিছু দাবী ছিলো
মান অভিমান ছিলো
তোমাকে নিয়ে পলাতক হবার পর
তারা আর রইলোনা কেউ পাশে।
বেশতো তখন মুক্ত ছিলাম
এখন পা ফেলতেই হিসাব
আছে অনেক খবরদারী
আছে অনেক বিধি নিষেধ
কেনো হাসলাম কেনো কাঁদলাম
তারও আছে জবাবদিহি,
আরও সুখ আরও স্বপ্ন দেখবো বলে
তোমার হাত ধরে পলাতক হয়ে
কিই বা পেলাম
স্বজনদের মুখে চুনকালি ঢেলে দিলাম
হারালাম অনেক কিছু
কেনো যে তোমার কাছে বন্দী হোলাম।
O O O O O O O O
মেহের আমজাদ
মেহেরপুর, বাংলাদেশ ।
তারিখঃ০৩|০১|২০২২
Meher Amzad