POEM

আশার প্রদীপ

আশার প্রদীপ নিভে গেছে হায়
তোমাদের দেওয়া কঠিন অবজ্ঞায় !
যন্ত্রণা বরদাস্ত করতে হবে জানি,
তাহার জন্য এসেছি এ বসুন্ধরায় ।
কী হবে অমূলক আস্থার প্রাসাদ গড়ে ?
ঝরে খণ্ড খণ্ড হয়ে পড়ুক এ মাটির উর্ধ্বে ,
তবুও এ হৃদয় কাউকে দেবেনা ব্যথা,
আমার যত মনের আশা কাঁদুক মাতৃগর্ভে ।
চাইলেই বুঝতে পারবে এ মন,
বড়ই জটিল ক্ষুদ্র জীবন ।
সদাই সবারে ভাবে কত যে আপন !
শব্দ যেন পাশে থাকে আমার জীবন -মরণ।

SIDDHESWAR HATUI

Leave a Reply