poem

তোমার কাছেই কেবল আমি নিখোঁজ
-মেহের আমজাদ
কেউ না কেউ আমার খোঁজ তো রাখে
তুমি খোঁজ না নিলেও
কিছু প্রিয় মানুষ তো আছে
আমার খোঁজ রাখে।
আমি ভালো থাকলে তাদেরও ভালো লাগে
কষ্টে থাকলে তারাও কষ্ট পায়
কেবল তুমিই রাখোনা খোঁজ।
যেতে পারো ভুলে হদয়ের কপাট খুলে
যেতে পারো ফেরারী হয়ে
ফেলতে পারো বেনামী বন্দরে নোঙর
আমায় না নিয়ে খোঁজ
তবে কেউ না কেউ আমার তো রাখে খোঁজ
তোমার কাছেই কেবল আমি নিখোঁজ।

O O O O O O O O
মেহের আমজাদ
মেহেরপুর, বাংলাদেশ ।
তারিখঃ০৪/০১/২০২৩

Meher Amzad

Leave a Reply