poem

কষ্ট নেবে কষ্ট
-মেহের আমজাদ
বলেছিলে ভাগ করে নেবে কষ্টগুলো
ভাগ করে নেবে সুখ-স্বপ্নœ দুখের।
ভাগ করে নিলে ঠিকই
তবে ভাগ নিতে এসেছিলে সুখের
ভাগ তো নিলেনা আমার দুখের।
বলেছিলে কষ্ট নেবে কষ্ট
আমার হৃদয়ে ঢুকে
দিয়েছিলাম হৃদয়ের কপাট খুলে
সুখ নিয়ে হলে পলাতক
কষ্ট জমা রেখে।
কষ্ট নিলে কই কষ্ট
প্রতারক সেজে নিয়ে গেলে সুখ
ভাগ তো নিলেনা কষ্টের !
যতটুকু সুখ ছিলো সেটাও নিলে তুলে
আমার হৃদয় জুড়ে তুমি যে ছিলে
কষ্টের ছোঁয়া পেয়ে
কেবল সুখটায় বেছে নিলে।
O O O O O O O O
মেহের আমজাদ
মেহেরপুর, বাংলাদেশ ।
তারিখঃ০৫/০১/২০২২

Meher Amzad

Leave a Reply