হয়ে যেতাম অন্যরকম
-মেহের আমজাদ
আমি অন্যরকম হয়ে যেতাম
তুমি যদি ভালোবাসতে
আমি তো বামন হয়ে চাঁদ ছুতে যাইনি!
আমাকে ভালোবাসলে না কেনো ?
ভালোবাসলে জীবনটা
অন্যরকম হতে পারতো।
অনেক আদর যত্নেœœ বিকাশিত করেছিলাম
একটি সাধের গোলাপ
তোমাকে দেবো বলে
সেই তুমি হয়ে গেলে গোত্রহীন
সমাজচ্যুত পরগাছা
কাকে দেবো বলো জমা করে রাখা
গচ্ছিত সম্পদ ?
বড় অদ্ভূত বড় নিষ্ঠুরতার নির্যাস
সেবন করে ভুলতে চাই তোমাকে
অথচ ভুলা হয়না
হতে পারিনা তোমার মত স্বার্থপর।
আমার চাওয়াগুলো আমার পাওয়াগুলো
দেখলোনা আর আলোর মুখ,
তুমি যে কেনো ভালোবাসলেনা
ভালোবাসলে হয়ে যেতাম অন্যরকম
হয়ে যেতাম তোমারই মনের মতন।
O O O O O O O O
মেহের আমজাদ
মেহেরপুর, বাংলাদেশ ।
তারিখঃ০৭|০১|২০২২
Meher Amzad