দিশেহারা চাঁদ আঁধারে রয়েছে জড়িয়ে
বারিদ বরন গুপ্ত
দিশেহারা চাঁদ আমায় দেখে হাসে!
কত কথা বলে চলে আপন খেয়ালে,
আমিও হাসি
দুজনে এগিয়ে চলি পাশাপাশি।
চাঁদের জোছনা আজ গেছে মরে
আঁধার খুঁজে ফেরে
শুক্লা তিথিতে
বেহুলাও একদিন ভেলা ভাসিয়ে ছিল
ভরা গাঙুরের জলে !
হয়তো সে পথ খুঁজে পেয়েছিল
ইন্দ্রের সভায় সে নেচেছিল,
প্রকৃতি হেসেছিল!
ঘুঙুরের মতো বেজেছিল তার পায়।
আজ সব অতীত !
শীতের রাজ্যে ঘুরি মরে!
পৃথিবী বেঁচেছিল প্রকৃতির কোলে
চাঁদ হেসেছিল আপন খেয়ালে
নদী গাছপালা সবাই এসেছিল
প্রকৃতি হেসেছিল প্রকৃতির কোলে!
ধূলি ধ্বসরিত পৃথিবী হারিয়েছে সব
যা ছিল থরে থরে,
চাঁদের জোছনা আজ
হারিয়ে ঠিকানা
আঁধারে রয়েছে জড়িয়ে!
Barid Baran Gupta