অলীক প্রেমের গল্প
সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া
তোমার হৃদয়ে ফুটেছিল যে ফুল
হল অসমর্থ দিতে তার বাহার !
সমাজে অবনত হয়ে অকৃতকার্য
পেলে না কখনো সমানাধিকার !
তোমার শোভায় কেহ হয় না বিহ্বল
পারলে না স্বতন্ত্র সমাজ গড়তে !
অল্প ঝড়ে তোমার দুর্বল কাণ্ড লুটে পড়ে
এই সুদর্শন মাতৃ ভূমিতে !
তোমার যন্ত্রনা পেল না স্পর্শ
কৃতঘ্ন ভরা এই ধরণিতে,
ঠিকানা তোমার হয়েছে সেথায়
বিভেদ যেথায় উঁচুতে।
তোমার কান্না আজ ডুমুরের ফুল
নিজেকে করেছো বড়ই ব্যাকুল,
ভালোবাসার তানপুরাটা হারিয়েছে সুর,
তবু ও কেমন বড়ই আকুল ।
শুনবে কে বল তোমার ক্রন্দনধ্বনি ?
সেজন খুঁজলে খুব অল্প ,
সমতল- বন্ধুর বন্ধুত্ব আজ যেন,
অলীক প্রেমের গল্প ।
SIDDHESWAR HATUI