Poem

আতঙ্ক মরুঝড় ‌‌চিরসাথী আমার

বারিদ বরন গুপ্ত

জনহীন প্রান্তর
ধূ ধূ বালুচর!
আতঙ্ক মরুঝড়
চিরসাথী আমার!

ছাড়ে না আমায়
জড়িয়ে ধরে বারে বার
তপ্ত বালিয়াড়ি বারে বারে চুমু খায়,
ভালোবাসি তাই!

ক্ষতি কি?
বিধ্বস্ত চেহারা
বালুকার স্রোত
নির্ভীক হৃদয় মোর
সংগ্রামের পথটা ছাড়ি না,
উড়িয়ে চলুক না,
ফেলুক না,
ক্ষুধার্থ গোবি সাহারায়,
আতঙ্ক মরুঝড়
চিরসাথী আমার!

Barid Baran Gupta

Leave a Reply