যেদিন আসবে ঝড়
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া
হাতে নিয়ে প্রদীপ খানি
চলছি অবিরাম,
ঠুনকো আলোর মোহ নিয়ে
দেখছি জগৎ ধাম ।
কত ঝড়-কত তুফান যাচ্ছে
দিয়ে তারে দোলা,
অন্তরালে রেখেছি তাকে যত্নে
বেসেছি ভালো তিন বেলা।
যেদিন ঝড়ের বাড়বে শক্তি
উড়াবে ভালোবাসার আচ্ছাদন।
প্রয়াস সেদিন নিস্ফল হবে সকল
চির মুক্তি পাবে জীবন ।
সামান্য এই পদার্থের উপর আস্থা করে
চলেছি কিছুটা পথ,
আর কত পথ আছে বাকি চলা
কতটা ছুটবে প্রাণ রথ !
সহসা যেদিন নিভবে প্রদীপ
ঘনিয়ে আসবে কালো,
সেদিন আর হবে না তো দেখা
চেনাচিনি মুখ গুলো !
আকাশ জুড়ে তারার মেলা
আঁধার চোখে মুখে,
হাজার আলাপন, কত আপনজন
ভুলবে পাষাণ বুকে ।
যত দুঃখ হৃদয় জুড়ে বেঁধে ছিল বাসা,
তারাও সেদিন হারাবে জানি ভাষা ।
পূর্ণতা পাবে ভালোবাসার সেই ঝুলি
হারাবে পথ আমার মনের যত আশা ।
SIDDHESWAR HATUI