Poem

স্বামীজিকে আমি খুঁজছি

বারিদ বরন গুপ্ত

স্বামীজীকে আমি খুঁজছি
যুগ যুগ ধরে
কোটি কোটি জনতার ভিড়ে !

তার আদর্শ যে আজ হারিয়ে ফেলেছি
গতিশীলতার পথ ধরে,
মেকি সভ্যতার অতল গহবরে।

ন্যায় ‌নীতি-আদর্শ যে আজ ভূলুণ্ঠিত
যুব সমাজ আজ বিভ্রান্ত
অন্ধ গলিতে পথ খুঁজে খুঁজে মরে।

শক্তি সাহস নৈতিকতার চর্চা
সবি উঠেছে লাটে,
বিবেকের বাণী পথ হারিয়েছে
ছদ্দবেশী সমাজের নীতিহীন আদেশে।

তাকে যে আজ ভীষণ ,
ভীষণ দরকার,
বাড়াতে নৈতিকতা আর‌ মূল্যবোধ চর্চায়
দিশেহারা সমাজ তাই খুঁজে খুঁজে মরে।

স্বামীজিকে আমি খুঁজছি,
সেই সকাল থেকে
কোটি কোটি জনতার ভিড়ে!

Barid Baran Gupta

Leave a Reply