Poem

কবিতা: পৃথিবীর রঙ্গমঞ্চে

কলমে:‌ বারিদ বরন গুপ্ত

নব রূপে সেজেছে মঞ্চ পৃথিবীর,
চলছে মহড়া ,অভিনয় দিন-রাত‌—অনন্ত কাল,
যেন দিবারাত্রির কাব্য!

রকমারি আলোকসজ্জা যন্ত্র মন্ত্র——-
আরো কত কি!
নামিদামি অভিনেতার কেরামতি,
রং মেখে ঢং সেজে কেতাবি ভঙ্গি
ঘন ঘন রূপ পাল্টায়,
চাতুর্য ঢাকে বাক পটুতায়,
বাঁকা চোখের অনাবিল দৃষ্টিতে বিশ্ব হারায়।

আমি আজ ক্লান্ত! বিভ্রান্ত এ ধরায়,
আসল নকল একাকার
পার্থক্য! দুঃসাহস কার?
অভিনয় আর ভালো লাগেনা।
মাঝে মাঝে বিদ্রোহী মন,
খুঁজে ফেরে তপোবন!

নাগরিক জীবন থেকে দূরে
শকুন্তলরা একদিন ছিল,
কালিদাস তো তাই লিখলো!
জঙ্গলের জীবন ভালোই ছিল
সুখ-শান্তির সাম্রাজ্য,
লক রুশোরা তো তাই বুঝেছিল!
না ছিল ছলনা না ছিলো প্রতারণা
না ছিল শোষণ না‌ নিপীড়ন—-
মুখোশের আড়ালে নিষ্ক্রিয় শোষণ।

কালের অন্তরালে সবই আজ গেল চলে,
শুধুই হতাশা আর দুঃখ-দুর্দশা,
শুরু হলো রঙ্গমঞ্চে প্রতারণার‌ অভিনয়,
রচিল নব নব ইতিহাস
পৃথিবীর রঙ্গমঞ্চ দিনরাত!

Barid Baran Gupta

Leave a Reply