POEM

অজ্ঞাত
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া

দিনে দিনে বাড়ছে সুদ
অজ্ঞাত আসলের পরিমাপ,
ছিল যা কিছু গেছে সমস্ত,
শুধু পেয়েছি অভিশাপ !
ভালোবাসা কী তা নাজানি,
চেয়েছি জীবনে নিরন্তর ।
পাওয়ার চেয়ে হারিয়েছি বেশি,
দগ্ধ হয়েছে এ অন্তর !

ভালোবেসে ছিলাম দিন,
চলে এল নিশুতি রাত ।
রাতকে যখন করলাম আপন
আবার ফিরে এল প্রভাত ।
সত্যকে আমি বেসেছি ভালো,
তাই মাথায় সদা যাতনার হাত !
ভালোবেসেছিলাম নিজেকে,
নিয়তি দিয়েছে শুধুই আঘাত ।

ভালোবেসেছিলাম রামধনু
ঢেকেছে কালো মেঘে,
ভালোবেসেছিলাম তন্দ্রা তোমায়,
তবুও রজনী কাটাই জেগে !
ভালোবেসেছিলাম যে ফুল ,
ঝড়ে টুকরো করেছে তারে !
এ মন দিয়েছিলাম শান্তির খোঁজে,
এ হৃদয় তাই কেঁদে মরে ?

জীবনের এই রঙ্গমঞ্চে
জমা সুদের পাহাড়,
কে জানে কখন বাড়ছে যে ঋণ,
কী হবে উপসংহার ?

SIDDHESWAR HATUI

Leave a Reply